ভারতীয় হিন্দু তীর্থক্ষেত্রগুলির মধ্যে গঙ্গাসাগর হল অতি পবিত্র একটি তীর্থক্ষেত্র। এই অতিপ্রসিদ্ধ ও তীর্থক্ষেত্রটি সাধু সন্ন্যাসী এবং ধর্মপ্রাণ হিন্দুদের এক মহান তীর্থস্থান।
সারা ভারতবর্ষ থেকে লক্ষ লক্ষ তীর্থযাত্রীরা কেন প্রতিবছর সাগর সঙ্গমে স্নান করতে আসেন ?
গঙ্গার যেখানে সাগরে মিলন ঘটে সেই মোহনায় মকর সংক্রান্তির ভোর হতে না হতেই স্নান শুরু হয় পুণ্যার্থীদের।
স্কন্দ পুরান মতে মানুষ তার সম্পূর্ণ জীবনে যে সকল তীর্থ দর্শন, দেবদেবীর পূজা, যজ্ঞাদি, দান প্রভৃতি মহৎ কাজের মাধ্যমে যে পুন্য লাভ করে থাকেন তা একমাত্র গঙ্গাসাগর সঙ্গমে স্নান করেই লাভ করা যায়। বিভিন্ন জ্ঞানী মহাত্মাদের কথা অনুসারে হিন্দুদের পরম মুক্তিতীর্থ এই গঙ্গা ও সাগর সঙ্গমের স্নানে অশ্বমেধ যজ্ঞের পূণ্য হয়। এই কারণেই সারা ভারতবর্ষ থেকে লক্ষ লক্ষ তীর্থযাত্রীরা প্রতিবছর সাগর সঙ্গমে স্নান করতে আসেন।
0 Comments