গঙ্গাসাগর সঙ্গমে স্নান করার মন্ত্র, Ganga Pranam mantra.

 সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার

 

ভারতীয়  হিন্দু তীর্থক্ষেত্রগুলির মধ্যে গঙ্গাসাগর হল অতি পবিত্র একটি তীর্থক্ষেত্র। এই অতিপ্রসিদ্ধ ও তীর্থক্ষেত্রটি সাধু সন্ন্যাসী এবং ধর্মপ্রাণ হিন্দুদের এক মহান তীর্থস্থান।


মা গঙ্গার প্রণাম মন্ত্র 

সদ্যঃ পাতকসংহন্ত্রী সদ্যোদুঃখবিনাশিনী। 
সুখদা মোক্ষদা গঙ্গা গঙ্গৈব পরমা গতিঃ।। 

অর্থ : যিনি তৎক্ষণাৎ পাপ হরণ করেন, দুঃখ বিনাশ করেন, সুখদাত্রী মোক্ষদাত্রী গঙ্গা, সেই গঙ্গাই আমার পরম গতি । 













Also read this post👇
👇👇

সারা ভারতবর্ষ থেকে লক্ষ লক্ষ তীর্থযাত্রীরা কেন প্রতিবছর সাগর সঙ্গমে স্নান করতে আসেন ?

গঙ্গার যেখানে সাগরে মিলন ঘটে সেই মোহনায় মকর সংক্রান্তির ভোর হতে না হতেই স্নান শুরু হয় পুণ্যার্থীদের।

স্কন্দ পুরান মতে মানুষ তার সম্পূর্ণ জীবনে যে সকল তীর্থ দর্শন, দেবদেবীর পূজা, যজ্ঞাদি, দান প্রভৃতি মহৎ কাজের মাধ্যমে যে পুন্য লাভ করে থাকেন তা একমাত্র গঙ্গাসাগর সঙ্গমে স্নান করেই লাভ করা যায়। বিভিন্ন জ্ঞানী মহাত্মাদের কথা অনুসারে হিন্দুদের পরম মুক্তিতীর্থ এই গঙ্গা ও সাগর সঙ্গমের স্নানে অশ্বমেধ যজ্ঞের পূণ্য হয়। এই  কারণেই সারা ভারতবর্ষ থেকে লক্ষ লক্ষ তীর্থযাত্রীরা প্রতিবছর সাগর সঙ্গমে স্নান করতে আসেন।

গঙ্গাসাগর সঙ্গমে স্নান করার মন্ত্র 

 

ত্বং দেব সরিতাং নাথ ত্বং দেবি সরিতাং বরে। 
উভয়োঃ সঙ্গমে স্নাত্বা, মুঞ্চামি দুরিতানি বৈ ৷৷ 

অর্থ : হে সমুদ্রদেব আর হে নদীশ্রেষ্ঠ গঙ্গাদেবি, তোমাদের মিলন স্থানে স্নান করে আমি পাপ সমূহ ক্ষয় করি।








    ganga snan mantra in bengali  
     Ganga pronam montro
    গঙ্গা স্নান করার নিয়ম
     গঙ্গা স্নান করার মন্ত্র

Sanatani Hindu Online, #sanatanihinduonline, @Sanatanihinduonline

Post a Comment

0 Comments