Navagraha stotram in bengali, Nabagraha pronam mantra, নবগ্রহ স্তোত্র পাঠের সঠিক নিয়ম , নবগ্রহ স্তোত্র পাঠ করলে কি ফল লাভ হয়


 নমস্কার বন্ধুরা, আমি লক্ষীকান্ত আজ আপনাদেরকে নবগ্রহ স্তোত্র পাঠের সঠিক নিয়ম এবং নবগ্রহ স্তোত্র পাঠ করলে কি ফল লাভ হয় সেই সম্পর্কে জানবো।

নবগ্রহের মধ্যে সূর্যদেব হলেন বাকি আটটি গ্রহের কেন্দ্রবিন্দু এবং সূর্যপুত্র, দন্ডনায়ক, কর্মফলদাতা শনি দেব হলেন গ্রহরাজ। এই নবগ্রহ আমাদের প্রত্যেকের জীবনে পৃথক পৃথক প্রভাব বিস্তার করে থাকেন। তাই নবগ্রহ স্তোত্র নিয়মিত এবং সঠিক পাঠের মাধ্যমে একসাথে নটি গ্রহ কেই সন্তুষ্ট করা সম্ভব। প্রথমে আমি আপনাদেরকে জানাতে চাই নবগ্রহ স্তোত্রের রচয়িতা হলেন ব্যাসদেব বা বেদব্যাস। 

নবগ্রহ স্তোত্র পাঠের সঠিক নিয়ম

 প্রতিদিন স্নানের পর পূর্ব দিকে অথবা উত্তর দিকে মুখ করে সঠিক উচ্চারণ এর সাথে এই স্তোত্র টি পাঠ করতে হবে। 


এবার আমি আপনাদেরকে জানাবো নবগ্রহ স্তোত্র পাঠ করলে কি কি ফল লাভ হয় সেই সম্পর্কে। 

সূর্যদেব প্রসন্ন হলে রোগ -জ্বলা থেকে মুক্তি লাভ হয়, মান সম্মান লাভ হয়।
চন্দ্রদেব প্রসন্ন হলে দুর্বলতা নাশ হয় এবং অর্থ লাভ হয়। 
মঙ্গল গ্রহ প্রসন্ন হলে শক্তি এবং সাহস এর বৃদ্ধি হয়।
বুধ গ্রহ প্রসন্ন হলে বুদ্ধি এবং জীবনে উন্নতি লাভ হয়। 
বৃহস্পতি গ্রহ প্রসন্ন হলে বিদ্যা , সুখ, সৌভাগ্য, দীর্ঘায়ু এবং ধন লাভ হয়। 
শুক্র গ্রহ  প্রসন্ন হলে সমস্ত প্রকার ঐশ্বর্য লাভ হয়।
গ্রহরাজ শনি প্রসন্ন হলে শনির সাড়েসাতি কেটে যায়। 
রাহু গ্রহ প্রসন্ন হলে মানসিক অবসাদ থেকে মুক্তি লাভ হয় এবং কালসর্প দোষ কেটে যায় ।
কেতু গ্রহ প্রসন্ন হলে সাংসারিক কলহ থেকে মুক্তি লাভ হয়।

এই হল নবগ্রহ স্তোত্র পাঠের উপকারিতা।

সূর্যদেবের ধ্যান এবং সূর্য প্রণাম মন্ত্র ও সূর্য স্তোত্রম্ শুনতে নিচের ভিডিওটি সম্পূর্ণ দেখুন।

Navagraha stotram in bengali

Navagraha pranam mantra


নবগ্রহ স্তোত্রম্


ওঁ জবাকুসুমসঙ্কাশং কাশ্যপেয়ং মহাদ্যুতিম্।
ধ্বান্তারিং সর্ব্বপাপঘ্নং প্রণতোঽস্মি দিবাকরম্ ॥১॥ 

দিব্যশঙ্খ-তুষারাভং ক্ষীরোদার্ণবসম্ভবম্।
নমামি শশিনং ভক্ত্যা শম্ভোর্মুকুটভূষণম্ ॥ ২॥

 ধরণীগর্ভসম্ভূতং বিদ্যুৎপুঞ্জ-সমপ্রভম্ ।
কুমারং শক্তিহস্তঞ্চ লোহিতাঙ্গং নমাম্যহম্ ॥ ৩॥

 প্রিয়ঙ্গু-কলিকা-শ্যামং রূপেণা প্রতিমং বুধম্।
সৌম্যং সৰ্ব্বগুণোপেতং নমামি শশিনঃ সুতম্ ॥৪॥ 

দেবতানামৃষীনাঞ্চ গুরুং কনকসন্নিভম্।
বন্দ্যভূতং ত্রিলোকেশং তং নমামি বৃহস্পতিম্ ॥ ৫॥ 

হিমকুন্দ-মৃণালাভং দৈত্যানাং পরমং গুরুম্।
সর্ব্বশাস্ত্র প্রবক্তারং ভার্গবং প্রণমাম্যহম্ ॥৬॥
নীলাঞ্জন চয়প্রখ্যং রবিসুনুং মহাগ্রহম্।
ছায়ায়া গর্ভসম্ভূতং বন্দে ভক্ত্যা শনৈশ্চরম্ ॥৭॥ 

অর্দ্ধকায়ং মহাঘোরং চন্দ্রাদিত্যবিমৰ্দ্দকম্।
সিংহিকায়াঃ সুতং রৌদ্রং তং রাহুং প্ৰণমাম্যহম্ ॥৮॥ 

পলাল-ধূম-সঙ্কাশং তারাগ্রহবিমর্দ্দকম্।
রৌদ্রং রুদ্রাত্মকং ক্রূরং তং কেতুং প্রণমাম্যহম্ ॥৯॥ 

ব্যাসেনোক্তমিদং স্তোত্রং যঃ পঠেৎ প্রযতঃ শুচিঃ।
দিবা বা যদি বা রাত্রৌ শান্তিস্তস্য ন সংশয়ঃ ॥ ১০॥ 

ঐশ্বর্যমতুলং তেষামারোগ্যং পুষ্টিবর্দ্ধনম্। 

নরনারী-প্রিয়ত্বঞ্চ ভবেদ্দুঃস্বপ্ননাশনম্ ॥ ১১ ॥

 তক্ষকোঽগ্নির্যমো বায়ুর্যে চান্যে গ্রহপীড়কাঃ।
তে সর্ব্বে প্রশমং যান্তি ব্যাসো ব্রুয়ান্ন সংশয়ঃ ॥ ১২

ইতি শ্রীব্যাসবিরচিতং নবগ্রহস্তোত্রং সমাপ্তম্ ॥

সঠিক উচ্চারণ এর সাথে নবগ্রহ স্তোত্র পাঠ করতে হলে নিচের ভিডিওটি সম্পূর্ণ দেখুন।




Nabagraha pronam mantra

Navagraha stotram in bengali PDF Download

Navagraha stotram  PDF Download in bengali

Navagraha Shanti
Navagraha stotra in bengali
Navagraha mantra for daily chanting
নবগ্রহ স্তোত্রম PDF Download
নবগ্রহের নাম
নবগ্রহের প্রনাম মন্ত্র
নবগ্রহ স্তুতি
नवग्रह प्रणाम मंत्र
नवग्रह ध्यान मंत्र
navgrah pranam Mantra
Navagraha dhyana mantra
নবগ্রহ প্রনাম মন্ত্র
navagraha stotram
navgraha mantra
navagraha mantra
navgrah shanti mantra
navgrah mantra
navgrah beej mantra
navgrah shanti mantra with lyrics
powerful mantra
nav grah mantra
gayatri mantra
navgrah santi mantra
shani mantra
money mantra

#navagrahamantrainbengali

Post a Comment

0 Comments