দশমহাবিদ্যা কে কে ? দশমহাবিদ্যা স্তোত্র (দশমহাবিদ্যা পূজা পদ্ধতি 2024), নবদুর্গা কে কে ?

দশমহাবিদ্যা কে কে? দশমহাবিদ্যা স্তোত্র; দশমহাবিদ্যা পূজা পদ্ধতি 2024


 দশমহাবিদ্যা-নাম-কীর্তনম্


কালী- তারা- মহাবিদ্যা- ষোড়শী- ভুবনেশ্বরী।
ভৈরবী চিন্নমস্তা চ ধূমাবতী ভয়বিদ্যা।
বগলা সিদ্ধবিদ্যা চ মাতঙ্গী কমলাত্মিকা ।
এতাদমহাবিদ্যাঃ সিদ্ধবিদ্যা প্রকীর্তিতাঃ

অর্থ : প্রথম কালী, দ্বিতীয় তারা, তৃতীয় ষোড়শী, চতুর্থ ভূবনেশ্বরী, পঞ্চম ভৈরবী, ষষ্ঠ ছিন্নমস্তা, সপ্তম ধূমাবতী, অষ্টম বগলামুখী, নবম মাতঙ্গী, দশম কমলা - ইঁহারা দশমহাবিদ্যা বলিয়া প্রকীর্তিতা।


দশমহাবিদ্যা সম্পর্কে অজানা তথ্য, দশমহাবিদ্যার অজানা তথ্য  👇👇👇



 
নব দুর্গা স্তোত্র,   নবদুর্গা কে কে?

নবদুর্গা নাম কীর্তনম্


প্রথমং শৈলপুত্রী চ দ্বিতীয়ং ব্রহ্মচারিণী ।
তৃতীয়ং চন্দ্রঘন্টেতি কূষ্মাণ্ডেতি চতুর্থকম্ ॥ 
পঞ্চমং স্কন্দমাতেতি ষষ্ঠং কাত্যায়নী তথা ।
সপ্তমং কালরাত্রীতি মহাগৌরীতি চাষ্টমম্ ॥ 
নবমং সিদ্ধিদাত্রী চ নবদুর্গাঃ প্রকীর্তিতাঃ ।
উক্তান্যেতানি নামানি ব্রহ্মণৈব মহাত্মনা ॥

অর্থ : প্রথম শৈলপুত্রী, দ্বিতীয় ব্রহ্মচারিণী, তৃতীয় চন্দ্রঘণ্টা, চতুর্থ কুষ্মাণ্ডা, পঞ্চম স্কন্দমাতা, ষষ্ঠ কাত্যায়নী, সপ্তম কালরাত্রি, অষ্টম মহাগৌরী, নবম সিদ্ধিদাত্রী - ইঁহারা নবদুর্গা বলিয়া প্রকীর্তিতা । এই সকল নাম সর্বজ্ঞ মহাত্মা বেদ ভগবান দ্বারাই প্রতিপাদিত হয়েছে ।





Post a Comment

0 Comments