শ্রীশিবপঞ্চাক্ষরস্তোত্রম্, প্রতি সোমবার এই শিব মন্ত্র জপ করুন, (সব অমঙ্গল দূর হয়ে যাবে)

 

শ্রীশিবপঞ্চাক্ষরস্তোত্রম্





নাগেন্দ্রহারায় ত্রিলোচনায় 
ভস্মাঙ্গরাগায় মহেশ্বরায়।
নিত্যায় শুদ্ধায় দিগম্বরায়
তস্মৈ ‘ন’ কারায় নমঃ শিবায় ॥ ১ ॥

অর্থ : যাঁর কণ্ঠে সর্পমালা, যিনি ত্রিনেত্র, ভস্মই যাঁর অঙ্গরাগ, দশদিকই যাঁর বস্ত্র (অর্থাৎ যিনি নগ্ন), সেই শুদ্ধ অবিনাশী মহেশ্বর ‘ন’-কারস্বরূপ শিবকে প্ৰণাম ৷৷ ১ ৷৷

মন্দাকিনীসলিলচন্দনচর্চিতায়
নন্দীশ্বরপ্রমথনাথমহেশ্বরায়।
মন্দারপুষ্পবহুপুষ্পসুপূজিতায়
তস্মৈ ‘ম’ কারায় নমঃ শিবায় ॥ ২ ॥

অর্থ :  গঙ্গাজল এবং চন্দনদ্বারা যিনি চর্চিত (অনুলিপ্ত), মন্দার পুষ্প এবং অন্যান্য পুষ্প দ্বারা যাঁকে সুন্দর রূপে পূজা করা হয়, সেই নন্দীর অধিপতি ও প্রমথগণের প্রভু মহেশ্বর ‘ম’-কারস্বরূপ শিবকে নমস্কার ৷৷২ ৷৷

শিবায় গৌরীবদনাব্জবৃন্দ
সূর্যায় দক্ষাধ্বরনাশকায়।
শ্রীনীলকণ্ঠায় বৃষধ্বজায়
তস্মৈ ‘শি’ কারায় নমঃ শিবায় ॥ ৩ ॥



অর্থ : যিনি কল্যাণস্বরূপ, দেবী পার্বতীর মুখপদ্ম বিকসিত (প্রসন্ন) করতে যিনি সূর্যস্বরূপ, যিনি দক্ষযজ্ঞবিনাশকারী, যাঁর ধ্বজায় বৃষ-চিহ্ন, সেই শোভাশালী নীলকণ্ঠ ‘শি’-কারস্বরূপ শিবকে নমস্কার ।। ৩ ।।



বসিষ্ঠকুম্ভোদ্ভবগৌতমার্য-
মুনীন্দ্রদেবার্চিতশেখরায়।
চন্দ্রার্কবৈশ্বানরলোচনায়
তস্মৈ ‘ব’ কারায় নমঃ শিবায় ॥ ৪ ॥

অর্থ : বশিষ্ঠ, অগস্ত্য এবং গৌতম প্রভৃতি মুনিঋষিগণ ও ইন্দ্রাদি দেবগণ যাঁর মস্তক পূজা করেন, চন্দ্র, সূর্য, অগ্নি যাঁর নেত্র, সেই ‘ব’-কারস্বরূপ শিবকে নমস্কার   ॥ ৪ ॥

Also read this post👇👇👇

যক্ষস্বরূপায় জটাধরায়
পিনাকহস্তায় সনাতনায়।
দিব্যায় দেবায় দিগম্বরায়
তস্মৈ ‘য়’ কারায় নমঃ শিবায় ॥ ৫ ॥

অর্থ : যিনি যক্ষরূপ ধারণ করেছেন, যিনি জটাধারী, যাঁর হস্তে পিণাক, যিনি দিব্য সনাতন পুরুষ, সেই দিগম্বর দেব ‘য়’-কারস্বরূপ শিবকে নমস্কার ॥ ৫ ॥

Navagraha stotram in bengali, Nabagraha pronam mantra, নবগ্রহ স্তোত্র পাঠের সঠিক নিয়ম , নবগ্রহ স্তোত্র পাঠ করলে কি ফল লাভ হয়


পঞ্চাক্ষরমিদং পুণ্যং যঃ পঠেচ্ছিবসন্নিধৌ। শিবলোকমবাপ্নোতি শিবেন সহ মোদতে ॥ ৬ ॥

অর্থ : যাঁরা শিবের সান্নিধ্যে এই পবিত্র পঞ্চাক্ষর স্তোত্র পাঠ করেন, তাঁরা শিবলোক প্রাপ্ত হন এবং শিবের সঙ্গে আনন্দ ভোগ করেন ৷৷ ৬ ৷৷

সূর্যদেবের ধ্যান এবং সূর্য প্রণাম মন্ত্র ও সূর্য স্তোত্রম্ শুনতে নিচের ভিডিওটি সম্পূর্ণ দেখুন।


Post a Comment

0 Comments